মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম । পুলিশ জানিয়েছে, জ্বালানি ট্যাঙ্কারটি মূলত কেনিয়া থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে যাচ্ছিল। পথিমধ্যে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় রুবুরিজি জেলায় এটিতে আগুন ধরে যায়। জানা গেছে, জ্বালানি ট্যাঙ্কারটি বহনকারী গাড়ির চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই গাড়ি ছাড়াও সংলগ্ন দোকানপাট ও একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।