মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অন্তবর্তীকালীন কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিটের পথে হাঁটলে খাদ্য, জ্বালানি ও ওষুধ ঘাটতির মুখে পড়তে পারে যুক্তরাজ্য। একটি সরকারি নথি পেয়ে এ আশঙ্কার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সানডে টাইমস। তবে সঙ্গে সঙ্গে তা চ্যালেঞ্জ করেছেন কয়েকজন ব্রিটিশ মন্ত্রী। নথিতে বলা হয়, মন্ত্রিসভায় বিনাচুক্তিতে (নো-ডিল) ব্রেক্সিট বাস্তবায়নের পথে যাওয়া হলে বন্দরে জট, গণবিক্ষোভ ও ছড়িয়ে পড়া জনরোষের ফলে সৃষ্ট পরিস্থিতিতে এসব ঘাটতি দেখা দিতে পারে। এদিকে যুক্তরাজ্যের ব্রেক্সিট ‘নো-ডিল’ প্রস্তুতিবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ ওই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে বলেন, সবচেয়ে বাজে অবস্থা-ই হতে যাচ্ছে, নথিটিতে এমন কিছু নেই। বরং খারাপ পরিস্থিতিতে কী করা যায় তা নিয়ে তিন সপ্তাহ ধরে তার পরিকল্পনা চলছে। সানডে টাইমস, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।