Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলের নির্বাচনের পরই ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ইসরাইলের নির্বাচনের পরই প্রকাশ করা হবে। হোয়াইট হাউসে রোববার এক বক্তব্যে ট্রাম্প বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর ইসরাইলের সংসদ নির্বাচনের পরই বহুল আলোচিত ওই শান্তি পরিকল্পনা প্রকাশ করা হবে। খবর রয়টার্সের। হোয়াইট হাউসের সিনিয়ার অ্যাডভাইজার ও ট্রাম্পের জামাতা ইহুদি বংশোদ্ভূত জ্যারেট কুশনার এ শান্তি পরিকল্পনার নীলনকশা এঁকেছেন। এতে ফিলিস্তিনিদের স্বাধীনতার বিনিময়ে ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলারের আর্থিক সহায়তার টোপ দেয়া হয়েছে। এ অর্থ ফিলিস্তিন, জর্ডান, মিসর ও লেবাননের উন্নয়নে ব্যয় করা হবে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনায় ইসরাইলের সম্মতি থাকলেও তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। এ পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ফিলিস্তিনিদের জন্য একে ‘শতাব্দীর সেরা সুযোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে নতুন এ অর্থনৈতিক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে কেবল রাজনৈতিক উপায়েই সঙ্কট সমাধান সম্ভব। একতরফাভাবে প্রণয়ন করা ওই পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানে বিক্ষোভে নামেন দেশটিতে বসবাসরত ফিলিস্তিনের নাগরিকরা। জর্ডানের সাধারণ মানুষও এতে যোগ দেন। তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে শ্লোগান দেন। শুধু জর্ডানে নয়, মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ