Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ৫:০৫ পিএম

পাবনায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪ জন ডেঙ্গু রোগীকে ,বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১ জন। আজ সোমবার বিকাল ৪টায় পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আল আকসাদ মাসুর আনান এই তথ্য জানিয়েছেন। এদিকে, পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল জানান , সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলার সিভিল সার্জনদের সাথে এক ভিডিও কনফারেন্স করেন। দুই ঘন্টাব্যাপী এই কনফারেন্সে তিনি ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করে বলেন, সম্মিলত প্রচেষ্টার মাধ্যমে এই রোগ দূর করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ