মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের উত্তরের শান স্টেটে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলির মধ্যে পড়ে একটি অ্যাম্বুলেন্সে থাকা এক উদ্ধারকর্মী নিহত এবং আরো অন্তত চারজন আহত হয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র এবং এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানায়। চীন সীমান্তবর্তী রাজ্য শান স্টেটের সবচেয়ে বড় শহর লাশিও থেকে ১৩ মাইল দূরে এ ঘটনা ঘটে। সেখানে আদিবাসী ‘বিচ্ছিন্নতাবাদী’ দলগুলো স্বায়ত্তশাসনের দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহ দমনে কেন্দ্র সরকার সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। নিহত ব্যক্তি ‘লাশিও ইয়ুথ চ্যারেটি অ্যাসোসিয়েশন’র প্রধান বলে জানান সংগঠনটির আহত সদস্য অং কিয়াও মোয়ে। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “স্নাইপার রাইফেল দিয়ে আমাদের চেয়ারম্যানকে গুলি করা হয়, গুলি তার মাথার পাশে লাগে। তারপর অ্যাম্বুলেন্সে গ্রেনেড হামলা করা হলে সেটি উল্টে যায় এবং তিনি মারা যান।” বিচ্ছিন্নতাবাদী দল ‘নর্থান অ্যালিয়েন্স’ এ হামলা চালিয়েছে বলে দাবি তার। শনিবার মিয়ানমারের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে ওই ইয়ুথ গ্রুপের একটি অ্যাম্বুলেন্স কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়। যেটির পেছনের জানালায় গুলির গর্ত দেখা যাচ্ছে। আর কয়েকজন রক্তাক্ত একজনকে সরিয়ে নিচ্ছেন। রয়টার্স, ইরাবতী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।