বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা) ড. আবুল কালাম আজাদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে যানজটের মধ্যে দুষ্কৃতকারীরা তার বুকে শক্ত কিছু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় দুষ্কৃতকারীরা তার হাতে থাকা মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। ড. আজাদ জানান, যানজটে তার প্রাইভেটকারটি আটকে থাকাবস্থায় ভদ্রবেশী দুষ্কৃতকারীরা তার গাড়ির জানালার কাচে টোকা দিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করলে তিনি সরল মনে জানালার কাচ খুলে দেন। সাথে সাথে দুষ্কৃতকারীরা তার বুকে শক্ত কিছু দিয়ে আঘাত করে। উল্লেখ্য, ড. আজাদ ওপেন হার্ট সার্জারীর রোগী। দুষ্কৃতকারীরা তার অপারেশনস্থলে আঘাত করায় তিনি কিছুক্ষণের জন্য সম্বিত হারিয়ে ফেলেন। সর্বশেষ গত বছরের ৬ ডিসেম্বর ড. আজাদকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে তিনি আশুলিয়া থানায় জিডি করেন। জিডি করার পর ড. আজাদের ক্যাম্পাসের বাসায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। ড. আজাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করার পাশাপাশি প্রগতিশীল মুক্তচিন্তা ও সংস্কৃতির অন্যতম সংগঠক ও গবেষক-লেখক। তিনি মুক্তিযুদ্ধ একাডেমি ও রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এবং সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের জেনারেল সেক্রেটারী। যুদ্ধাপরাধীদের বিচার দাবিসহ স্বাধীনতা বিরোধীদের তথ্য সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্ত গ্রন্থনার কাজটি করে আসছে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ একাডেমি। এজন্য বিভিন্ন সময়ে প্রতিক্রিয়াশীল মৌলবাদী জঙ্গীগোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। ধানমন্ডির ঘটনাকে তিনি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে না দেখে হত্যার হুমকিদাতাদেরই কাজ বলেই ধরণা করছেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।