Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে অগ্নিকান্ডে প্লাস্টিক কারখানা ভস্মীভূত

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় ‘এবি ওভেন ব্যাগ ও প্লাস্টিক’ কারখানায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের তিনটি, ডিপিজেড সাভার ফায়ার সার্ভিসের দুটি ও মিরপুর ফায়ার সার্ভিসের দুটিসহ ৭টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সৈয়দ শাহাজুর রহমান বলেন, ভোর রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকা-ের সময় প্লাস্টিক তৈরির কারখানাটিতে রাতের সিফটের কাজ চলছিল। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্লাস্টিক সামগ্রী তৈরির একটি মেশিন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। কারখানাটিতে প্লাস্টিক, রেকসিন ও কেমিক্যালসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন পুরো টিনশেড কারখানাটিতে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে। এছাড়া কারখানাটির আশপাশে অবস্থিত বাসা বাড়ির লোকজনও আগুনের তীব্রতা দেখে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরে ফায়ার সার্ভিসকে ৭টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষনে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, নিজেদের চেষ্টায় আগুন নেভাতে গিয়ে কয়েকজন লোক সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে অগ্নিকান্ডে প্লাস্টিক কারখানা ভস্মীভূত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ