Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরের স্কুল ও সরকারি দপ্তরগুলো খুলছে কাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আগামীকাল সোমবার থেকে খুলতে যাচ্ছে কাশ্মীরের স্কুল ও সরকারি দপ্তরগুলো। মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে কাশ্মীরের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে এক পিটিশনের শুনানিতে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের অবশ্যই সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর ওপর বিশ্বাস রাখা উচিৎ।’ নিষেধাজ্ঞা জারির পরপর গণমাধ্যমের কর্মকান্ড স্বাধীনভাবে চালানোর জন্য কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন যোগাযোগ মাধ্যম পুনরায় চালু করার আর্জি জানান। তাঁর দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংবাদমাধ্যম। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ