মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বয়সের ভারে ভাঁজ পড়ছে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে? ডায়েট, ব্যায়ামসহ নানা ধরনের প্রসাধনীর দ্বারস্থ হচ্ছেন? সুখবর আছে- এবার বৈজ্ঞানিক পদ্ধতিতেই কমানো যাবে বয়সের ছাপ। যুক্তরাজ্যের কেমব্র্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক বলেছেন, মস্তিষ্কের কোষের পরিবর্তন করে বয়সকে হাতের মুঠোয় রাখা সম্ভব। নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয়েছে, বয়সের সঙ্গে মস্তিষ্কের জড়তা বাড়তে থাকে। মস্তিষ্কের সক্রিয় কোষ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে বয়সের ভার বাড়িয়ে দেয়। এর জেরেই দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে যায় এবং বয়সের ছাপ দেখা যায় মুখে, শরীরে। বিজ্ঞানীরা ‘ওলিগোডেনড্রোসাইট প্রোজেনিটর সেলস’ পরীক্ষার মাধ্যমে বয়স্ক ও কমবয়সী ইঁদুরের মস্তিষ্কের কোষের ওপর গবেষণা চালান। দেখা যায়, বেশি বয়সী ইঁদুরের মস্তিষ্কে বসানো কমবয়সী ইঁদুরের মস্তিষ্কের কোষ কাজ করছে। ড. কেভিন শল্যুট বলেন, ‘অত্যন্ত চমকপ্রদ যে, পরিণত হওয়ার পর কোষগুলো কমবয়সী মস্তিষ্কের কোষের মতোই কাজ করছিল।’ কেমব্রিজ ইউনিভার্সিটির এই গবেষণাকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় রিসার্চ কাউন্সিলসহ একাধিক সংস্থা। তবে চাঞ্চল্যকর এই গবেষণায় আরও পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মানুষের ক্ষেত্রে এটি কতটা কাজ করবে তাও দেখতে হবে বলে মত দেন তারা এই সময়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।