মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সুদূর উত্তরের নয়োনস্কা টেস্ট রেঞ্জের সামরিক ঘাঁটিতে পারমাণবিক বিস্ফোরণের খবর প্রথমে চাপা দেয়ার চেষ্টা করা হলেও সেটি দিন কয়েকের মধ্যেই প্রকাশিত হয়ে পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি রহস্যজনক দুর্ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হওয়ার খবর প্রথম আসে। তারপর ওই অঞ্চলে তেজস্ক্রিয় বিকিরণ বৃদ্ধির খবর পাওয়া যায়। অবশেষে, ১৩ আগস্ট বিস্ফোরণের পাঁচ দিন পরে ক্রেমলিন বিষয়টি নিয়ে মুখ খোলে এবং নিশ্চিত করে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্ত্রাগারে একটি নতুন অস্ত্রের পরীক্ষা করার সময় পাঁচজন পরমাণু বিজ্ঞানী এবং কমপক্ষে আরো দু’জন মারা গিয়েছেন। ওই দিন সকালে পুতিনের মুখপাত্র একটি সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনাবশত এটি ঘটেছে।’ গত বছর রুশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে পুতিন এই ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছিলেন। ওই ভাষণে পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্র যেকোনো দূরত্বে আঘাত হানতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা, যে দুর্ঘটনায় পাঁচজন প্রকৌশলীর প্রাণ গেছে সেখানে হয়তো ভিন্ন কোনো সমরাস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হচ্ছিল। এর একটি হতে পারে জাহাজবিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জিরকন। এটি হাইপারসনিক, শব্দের চেয়ে আট গুণ বেশি গতিতে চলতে পারে। অথবা হতে পারে নতুন ধরনের দূরপাল্লার এক ড্রোন, পসাইডন। এটি সাগরের নিচ দিয়ে যায় এবং সাবমেরিন থেকে পরিচালনা করা যায়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট নামে একটি গবেষণা সংস্থার মার্ক গ্যালিওটি বলেন, বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না তা নিয়ে অনেক সংশয় আছে। তিনি জানান, এর আগে রাশিয়ার আরেকটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বুলাভার অনেক পরীক্ষাও ব্যর্থ হয়েছিল। টাইম ম্যাগাজিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।