Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যাত্রীবাহী বিমানের ভুট্টা ক্ষেতে অবতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

২৩৩ আরোহীর জীবন বাঁচিয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেলেন রুশ পাইলট। পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পর ভুট্টাক্ষেতে জরুরি অবতরণ করে ২৩৩ আরোহীর জীবন বাঁচানো সেই রুশ পাইলটকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়েছে। ৪১ বছর বয়সী অভিজ্ঞ পাইলট দামির ইয়ুসুপভের বুদ্ধিমত্তায় উড়োজাহাজটি ইঞ্জিন বন্ধ অবস্থায় ভুট্টাক্ষেতে অবতরণ করেছে। এ সময় বিমানের চাকাগুলোও খোলেনি। তা সত্তে¡ও এতো আলতোভাবে এটি ল্যান্ড করিয়েছেন যে, মাত্র একজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে নামেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উরাল এয়ারলাইন্স এয়ারবাস ৩২১ বিমানটি ক্রিমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এক ঝাঁক শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। এরপরই সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির অনেক ক্ষতি হয়েছে এবং এটি আর উড়তে পারবে না। এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানটিতে যাত্রী এবং ক্রু মিলিয়ে ২৩৩ জন আরোহী ছিল। পাখির সঙ্গে ধাক্কা লাগার পর পরই ক্রুরা তাৎক্ষণিকভাবে বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে এক যাত্রী বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি (বিমান) ভয়াবহভাবে ঝাঁকাচ্ছিল। তিনি আরও বলেন, পাঁচ সেকেন্ড পর বিমানের ডান পাশের লাইটগুলো কাঁপতে শুরু করে এবং আমরা পোড়ার গন্ধ পাই। এরপরই বিমান অবতরণ করা হয় এবং আমরা দৌড়ে বের হয়ে যাই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই পাইলটকে জাতীয় বীর ঘোষণা করে শুক্রবার তার হাতে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেন। গত সপ্তাহে উরাল এয়ারলাইন্সের এ-৩২১ এয়ারবাসটি মস্কো থেকে ক্রিমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। উড়ার কিছুক্ষণের মধ্যেই একঝাঁক চিলের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আরব নিউজ, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ