Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলায় হাজারো দর্শকের ভিড়

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১১:০১ এএম

নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(১৭ আগষ্ট) বিকেলে নান্দুহারের মৌলভি বাড়ী ঈদগা মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাসহ স্থানীয় কয়েক হাজার মানুষের ভিড় পড়ে। এতে উৎসবমুখর হয়ে পড়ে গোটা এলাকা।
নান্দুহার ও ইলুহার গ্রামের ইলুহার নামে দু'টি টিম এতে অংশ নেয়। খেলায় অংশ নেয়া দুইটি দলই জিততে তুমুল লড়াই করে গোল শূন্যতে খেলা অমীমাংসিত থেকে যায়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক দুই দলের সুবিধা অনুযায়ী পরবর্তী সময়ে খেলার দিনক্ষণ ধার্য করা হবে বলে জানানো হয়।

কাজী শাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ উদ্দীন, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ওসিম, সোহাগদল ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।খেলার খেলার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন কাজী তৌহিদুল ইসলাম।

প্রসঙ্গত, প্রতি বছর ওই এলাকায় এ মৌসুমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ