Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের চাপে ইলহান ও রাশিদার ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির দুই নারী কংগ্রেস সদস্যকে দেশটি সফরের অনুমতি বাতিল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই নারী কংগ্রেস সদস্যকে ইসরায়েলের প্রবেশ করতে না দেওয়ার আহ্বান জানানোর পর বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ইলহান ওমর ও রাশিদা তালেব যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য। তারা ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের সঙ্গে যুক্ত। এই দুই নারী রাজনীতিক ট্রাম্প ও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কঠোর সমালোচক।
যুক্তরাষ্ট্রে এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা। ফিলিস্তিনিরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে এই সিদ্ধান্তের ফলে নেতানিয়াহু ও ট্রাম্প রক্ষণশীল ভোটারদের দলে ভেড়াতে পারবেন।
১৭ সেপ্টেম্বর ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ট্রাম্প পুনরায় নির্বাচনের মুখোমুখি হবেন আগামী বছর, ২০২০ সালে।
ওমর ও তালেব ফিলিস্তিনপন্থী বিডিএস আন্দোলনের সমর্থক। বিশেষ করে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কারণে তা বিডিএস আন্দোলনকে সমর্থন দিচ্ছেন। ইসরায়েলি আইন অনুসারে, বিডিএস সমর্থকদের ইসরায়েলে প্রবেশের ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারে দেশটি। বৃহস্পতিবারের সিদ্ধান্তকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা বলে উল্লেখ করেছেন ইলহান ওমর।
ইসরায়েল শুরুতে এই দুই মার্কিন কংগ্রেস সদস্যকে ভিসা দিয়েছিল। কিন্তু পরে ট্রাম্পের চাপের মুখে নেতানিয়াহু তা বাতিল করেন। শনিবার এই বিষয়ে ইসরায়েলকে চাপ দেওয়ার খবর প্রকাশিত হলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ