Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার এভারেস্টে চড়তে পারবেন শুধু ‘ট্রেনড’ পর্বতারোহীরাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে চড়তে হলে অবশ্যই দক্ষতা থাকতে হবে। শুধুতাই নয়, এভারেস্ট ও অন্যান্য উচ্চতম শৃঙ্গে চড়তে হলে সকল পর্বতারোহীদের ট্রেনিং ও অভিজ্ঞতা থাকাটা বাধ্যতাম‚লক করল নেপাল। বুধবার এই ঘোষণায় পর্বতারোহীদের মৃত্যু ঠেকাতে এই ঘোষণাকরতে বাধ্য হল প্রতিবেশী দেশ। গত চার বছরে এভারেস্ট অভিযানে পর্বতারোহীদের মৃত্যু বেড়েই চলেছে। স¤প্রতি, চলতি বছরের মে মাসে নেপাল ও তিব্বতের দিকে মোট ১১জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এবার থেকে পাহাড়ের চ‚ড়ায় মৃত্যু ঠেকাতে নেপাল সরকাল একটি প্যানেল গঠন করেছে। যেখানে সরকারি অপিসার, ক্লাইম্বিং এক্সপার্ট ও ক্লিইম্বিং কমিউনিটির প্রতিনিধিরা থাকবেন। তারাই ঠিক করবেন আরোহী ও গাইড। তবে আরোহী ও গাইড নিয়ে উচ্চতম শৃঙ্গে ওঠার জন্য গাইডকে ১১হাজার ডলার নগদ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল নেপালকে। ফলে প্রশিক্ষণপ্রাপ্ত নয়, এমন আরোহীও এভারেস্ট জয়ের স্বপ্নে মাঠে নেমে পড়েছিলেন। তার জেরে তৈরি হয়েছিল মৃত্যু মিছিল। প্রসঙ্গত, নেপালে এভারেস্ট-সহ মোট ৮ থেকে ১৪টির মতো বিশ্বের উচ্চতম শৃঙ্গের অবস্থান। ফলে পর্বতারোহীদের সবচেয়ে পছন্দের জায়গাও হল নেপাল। এই সুযোগে এই দেশে গজিয়ে উঠেছে কর্মীর আঁতুড়ঘর ও বিদেশি টাকার অন্যতম ব্যবসা। অক্সিজেনের অভাবে এবছর প্রায় ১০০ জনের বেশি মারা গিয়েছে পর্বতারোহী। এছাড়া পর্বতে চড়ার জন্য বিশাল লাইন পড়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে বা হার্ট অ্যাটাকে প্রাণ হারান। স‚ত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ