Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিসকে উৎখাতের ডাক দিলেন করবিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাজ্যের বিরোধী দলেন নেতা জেরেমি করবিন চুক্তি ছাড়া ব্রেক্সিট বন্ধের লক্ষ্যে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে তাকে অধিষ্ঠিত করার জন্য অন্য বিরোধী দলের নেতাদের ও টোরি বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানান তিনি। খবর বিবিসি।
লেবার নেতা করবিনের পরিকল্পনা হচ্ছে ব্রেক্সিট বিলম্ব করা। তিনি সরকারে একটি অনাস্থা ভোটে জয়ী হলে আগাম নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাবেন এবং আরও একটি গণভোট অনুষ্ঠানে প্রচার চালাবেন। তিনি বিভিন্ন দলের নেতাদের কাছে লেখা চিঠিতে তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরে বলেছেন, কেয়ারটেকার সরকার হবে যথাযথভাবে সীমিত সময়ের জন্য। লিবারেল ডেমোক্র্যাট নেতা জো সয়িনসোন পরিকল্পনাটিকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, করবিন প্রধানমন্ত্রী হলে গণভোট বাতিল করে দেবেন এবং অর্থনীতি ধ্বংস করবেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি চুক্তি চান। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্যকে যেভাবেই হোক ৩১ অক্টোবরের মধ্যে এ সংস্থা থেকে অবশ্য বের করে আনতে হবে।
করবিন বলেন, সফলতায় আস্থা অর্জন সম্ভব হলে তিনি দ্রুততম সময়ের মধ্যে একটি অনাস্থা ভোট অনুষ্ঠানের আহ্বান জানানোর চেষ্টা চালাবেন। সরকারের পরাজয়ের জন্য তিনি সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন আদায় করবেন। করবিন নেতাদের কাছে লেখা চিঠিতে বলেছেন, এ সরকারের চুক্তিহীন ব্রেক্সিটের জন্য কোন ম্যান্ডেট নেই এবং ২০১৬ সালের ইইউ গণভোটে চুক্তিহীন ব্রেক্সিটের শর্ত ছিল না। তিনি বলেন, সরকারে অনাস্থা ভোট সফলতার পর আমি বিরোধী দলীয় নেতা হিসেবে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানোর জন্য এবং অনুচ্ছেদ ৫০-এর প্রয়োজনীয় সময় বৃদ্ধির লক্ষ্যে যথাযথ সীমিত সময়ের একটি অস্থায়ী সরকার গঠনে কংগ্রেসের আস্থা লাভের চেষ্টা চালাব। তিনি বলেন, সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে তিনি সফল হলে লেবার দল ইইউতে থেকে যাওয়ার বিকল্পসহ দ্বিতীয় গণভোটের প্রচার শুরু করবে।
জেরেমি করবিনের এ পরিকল্পনায় বিভিন্ন দলীয় নেতারা কেমন সাড়া দিয়েছেন? সয়িনসোন সরাসরি তার প্রস্তাব বাতিল করে দিয়ে বলেছেন, এ বিষয়ে হাউজ অব কমনসে অস্থায়ী সংখ্যাগরিষ্ঠতা অর্জনের উদ্যোগ নেয়ার সামর্থ করবিনের মোটেই নেই। গ্রিন পার্টির এমটি ক্যারোলিন লুকাস করবিনের অনাস্থা ভোটের আহ্বানের প্রতি স্বাগত জানিয়েছেন। কিন্তু জোর দিয়ে বলেছেন, যে কোন সাধারণ নির্বাচনের আগে গণভোট অবশ্য অনুষ্ঠিত হতে পারে। প্রেইড সিমরুয়ের ওয়েস্ট মিনস্টার নেতা লিজ স্যাভিল রবার্টস এমপি বলেছেন, তিনি চুক্তিহীন ব্রেক্সিট বন্ধে যে কোন প্রচেষ্টাকে স্বাগত জানাবেন। কিন্তু তিনি বলেন, এটা নৈরাশ্যজনক যে, তিনি একটি নির্বাচনের জন্য কোন গণভোট অনুষ্ঠান আহ্বানের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন না। এসএনপিয়ের ওয়েস্টমিনস্টার নেতা আয়ান ব্ল্যাকফোর্ড বলেন, তিনি খুব শীঘ্র লেবার নেতার সঙ্গে সাক্ষাত করবেন।
টোরি এমপি ডোমিনিক গ্রিভ, স্যার অলিভার লেটউইন ও ডেইম ক্যারোলিন স্পেলম্যান, গ্রিন পার্টির এমপি ক্যারলিন লুকাস ও ইনডিপেনডেন্ট পার্টির এমপি নিক বোলসের কাছেও চিঠি পাঠিয়েছেন করবিন। ১০ নম্বরের এক মুখপাত্র বলেন, একটা বিষয় স্পষ্ট যে, প্রধানমন্ত্রী হিসেবে জেরেমি করবিনকে বা বরিস জনসনকে গ্রহণ করা হবে। মুখপাত্র বলেন, এ সরকার বিশ্বাস করে যে, জনগণ হচ্ছেন প্রভু এবং ভোটের প্রতি মর্যাদা রাখা উচিত। তিনি বলেন, জেরেমি করবিন মনে করেন যে, জনগণ হচ্ছে সেবক এবং রাজনীতিবিদরা জনগণের ভোট বাতিল করে দিতে পারেন যদি তাদের মনমতো না হয়। প্রধানমন্ত্রী কিছুসংখ্যক এমপির বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তারা মনে করেন, ইইউয়ের সঙ্গে ভয়াবহ সহযোগিতার মধ্য দিয়ে ব্রেক্সিট ঠেকাতে পারবেন। তার এ অভিযোগের পর বিষয়টা এ পর্যায়ে গড়িয়েছে। জনসন বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে মীমাংসায় পৌঁছতে ইইউ ততটা ইচ্ছুক নয়। কারণ, বিরোধী দলের পার্লামেন্ট বর্জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ