বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী চীনের ৫৮% মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে অন্যান্য বছরের ন্যায় এবারও রোজা পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে পত্রিকান্তরে প্রকাশিত খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীন সরকারের এই পদক্ষেপ মৌলিক মানবাধিকার এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি বলেন, এর আগে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মহিলাদের সাংস্কৃতিক ও স্বাতন্ত্র্যের প্রতীক হিজাব, মুসলমানদের দাড়ি ও ইসলামী পোশাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা এবং জুমার নামাজ আদায়ে মুসলমানদের বাধা দেয়ার খবর পাওয়া গিয়েছিল। তিনি এক বিবৃতিতে বলেন, মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান, জুমার নামাজ, দাড়ি, ইসলামী পোশাক ও মহিলাদের হিজাব অতি গুরুত্বপূর্ণ। মুসলিম পরিচিতির উৎস এবং মুসলিমদের পৃথক অস্তিত্ব ও স্বাতন্ত্র্যের ভিত্তি। তিনি বলেন, জুমার নামাজ এবং রোজা পালনকে বাধাগ্রস্ত করে উইঘুর মুসলিম জনগণকে বৈশিষ্টহীন করার লক্ষ্যে এ অপতৎপরতা চালানো হচ্ছে।
তিনি বলেন, চীনে ইসলাম বিদ্বেষী মনোভাব যেভাবে তুলে ধরা হচ্ছে, তাতে জিনজিয়াংয়ের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক নিরাপত্তা সম্পর্কে শংকিত না হয়ে পারা যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।