Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণ চেষ্টায় আটক ২

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ঠাকুরগাঁও শহরে তরুণ-তরুণীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান। আটকরা হলেন শহরের আশ্রমপাড়া মহল­ার গৌর বিশ্বাসের ছেলে হিরু বিশ্বাস (১৮) ও কলেজপাড়া মহল­ার আব্দুল মজিদের ছেলে অটোচালক মোহাম্মদ ইসলাম (৩৫)। পরিদর্শক চিত্ত রঞ্জন বলেন, দুপুরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রশেয়া গ্রামের সৌরভ চন্দ্র রায় ও স্মৃতি রাণী ঠাকুরগাঁও শহরের বড়মাঠে ঘুরতে আসেন। সেখানে চটপটি-ফুসকা খাওয়া শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন তারা। এ সময় হিরু বিশ্বাসসহ আরও কয়েকজন যুবক তাদের জোর করে তাদের অটোরিকশায় তুলে নেয়। এরপর তারা অটোরিকশা নিয়ে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সৌরভ ও স্মৃতি চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা অপহরণকারী হিরু ও অটোচালক ইসলামকে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ