Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে অভিভাবক সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলনি

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

পঞ্চগড়ে ঢাকাস্থ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কর্মরত ও চলমান শিক্ষার্থীদের অভিভাকদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (পিটিইএ) এর আয়োজনে অভিভাবকদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ মজাহারুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ফাইয়াজ গ্রুপের এমডি মো. মনির হোসেন, ডিএফএল গ্রুপের এমডি নবিন চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন চৌধুরী পিটার্স, এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সফিউল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (পিটিইএ)-এর ১৩০ জন সদস্যের অভিভাকদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ পুর্ণমিলনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ