Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইত্যাদি ঈদ স্পেশাল নৃত্যে চার তারকা

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। আর ‘ইত্যাদি’র নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। তাই প্রতিবারই চেষ্টা করা হয় এই নাচটির মিউজিক, নাচের মুদ্রা, বিষয় এবং চিত্রায়নে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি রয়েছে। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ‘ইত্যাদি’তেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন বিনোদন অঙ্গণের চার তারকা শিল্পী চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম। তাদের সঙ্গে রয়েছেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। প্রতিবছরই ঈদ ‘ইত্যাদি’র এই নাচটির জন্য নুতনভাবে মিউজিক তৈরি করা হয়। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। তরুণ সংগীত পরিচালক আজিজুর রহমান টিংকু’র মাধ্যমে বেশ কিছু তরুণ গায়ক-গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ প্রতিভাকে কাজে লাগিয়ে হানিফ সংকেত এই মিউজিকটি তৈরি করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ওয়াসেক। গানটিতে অংশগ্রহণকারী শিল্পীদের ব্যবহৃত পোশাকেও রয়েছে ভিন্নতা। উল্লেখ্য, ইত্যাদির নাচের শিল্পীদের পোশাক কোন স্পন্সর প্রতিষ্ঠান থেকে নেয়া হয় না। ফাগুন অডিও ভিশনই এসব পোশাক সরবরাহ করে। ফাগুন অডিও ভিশন জানায়, ‘ইত্যাদি’র এবারের এই নাচটি দর্শকদের ভিন্নরকম আনন্দ দিবে। সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই নাচটি তার চাইতে ব্যতিক্রম। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। যে কারণে সবকিছু মিলিয়ে বলা যায়-এবারে ঈদের ‘ইত্যাদি’র এই নাচটি হবে অসাধারণ।

মিউজিক ভিডিওতে চিত্রনায়ক শিপন
বিনোদন ডেস্ক : মিউজিক ভিডিও করলেন দেশা-দ্য লিডারের মাধ্যমে চলচ্চিত্রে আসা চিত্রনায়ক শিপন। এর আগে মিউজিক ভিডিও করলেও মাঝে পাঁচ বছর গ্যাপ দিয়েছেন। পাঁচ বছর পর আবারও তিনি একটি মিউজিক ভিডিওতে পারফরম করেছেন। জনপ্রিয় গায়িকা ন্যানসির ভালোবাসি বলে শিরোনামের গানে দেখা যাবে তাকে। শিপন জানান, এর আগে নির্ঝর ও ইমরানের গাওয়া আরাধনা গানের মডেল হয়েছিলাম। এটি আমার জীবনের প্রথম ও একমাত্র মিউজিক ভিডিও। এরপর যদিও বেশকিছু মিউজিক ভিডিও বানিয়েছিলাম কিন্তু মডেল হইনি। অনেকদিন পর কাজ করে বেশ ভালো লাগছে। ভালোবাসি বলের কথা লিখেছেন আহমেদ রিজভি। নাজির মাহমুদের সুরে সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে শিপনের সাথে আছেন সোমা আফরোজ। ইতোমধ্যে কক্সবাজারে দুইদিন শুটিং হয়েছে। একদিনের শুটিং হবে ঢাকায়। উল্লেখ্য, শিপন অভিনীত সর্বশেষ সিনেমা ইউটার্ন মুক্তি পায় বছর খানেক আগে। শিগগিরই নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন বলে জানান এ অভিনেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি ঈদ স্পেশাল নৃত্যে চার তারকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ