Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রের চরিত্রাভিনেতা মনজুর আলম

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মনজুর আলম একজন সরকারি ঊর্ধŸতন কর্মকর্তা হয়েও চলচ্চিত্রের টানে নিজেকে এ মাধ্যমে জড়িয়ে রেখেছেন। একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। এ পর্যন্ত তিনি ৫৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। কখনো পজেটিভি কখনো নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। শখের বশে অভিনয় করলেও এখন তা অনেকটা নেশায় পরিণত হয়েছে। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় নিঃশ^াসে তুমি বিশ^াসে তুমি চলচ্চিত্রের মধ্যে দিয়ে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে এদেশ কার, অনেক সাধের ময়না, শিকারী, ভালোবাসতে মন লাগে, তোমার আছি তোমারই থাকবো ইত্যাদি। মনজুর আলমের অভিনয়ের এই নেশাকে সহযোগিতা করে আসছেন তার ঊর্ধŸতন কর্মকর্তা ও সহকর্মীরা। পরিবার থেকেও সহযোগিতা পাচ্ছেন। তা নাহলে অভিনয় করা সম্ভব হতো না বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রের চরিত্রাভিনেতা মনজুর আলম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ