Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়া ফেলেছে কুমিল্লা পিপি কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : কুমিল্লার আদালতে শতবর্ষের ইতিহাসে এই প্রথম পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয় থেকে চলমান ও রায় বা নিস্পত্তি সংক্রান্ত মামলার তথ্য মিডিয়ায় কর্মরত প্রতিনিধি ও স্থানীয় সংবাদপত্রে সরবরাহের লক্ষ্যে সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন নির্বিঘেœ সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত তথ্য প্রাপ্তিতে এ উদ্যোগ চালু করেন।
পাবলিক প্রসিকিউটর পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা ও অপরাধীর শাস্তি নিশ্চিতে ব্যাপক ভূমিকা রাখতে হয় পাবলিক প্রসিকিউটরকে। মামলা পরিচালনার বাইরেও স্পেশাল পিপি, অতিরিক্ত পিপি, এপিপিদের নিয়ে প্রতিদিনই সুষ্ঠুভাবে মামলা পরিচালনা, বিচারপ্রার্থীদের মামলার বিষয়ে পরামর্শ, বিচারিক বিষয়ে সভা-সেমিনারে উপস্থিত থাকাসহ নানা ব্যস্ততায় দিন কাটাতে হয়। তার উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে, কখনো মামলার রায়ের বিশদ বিবরণ জানতে প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়ার সাংবাদিকদের তথ্য দিতে হয়। এসব বিষয় লক্ষ্য রেখে কুমিল্লার আদালতের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন গত সপ্তাহ থেকে তার কার্যালয়ে চালু করেছেন তথ্য সেবা কেন্দ্র।
প্রায় শতবর্ষের কাছাকাছি সময় পার হলেও তথ্য সেবা কার্যক্রম বিষয়ে ওই ধরনের উদ্যোগ কেউ নেননি। পিপি পদে নিয়োগ পাবার পর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন কেবল গণমাধ্যমের জন্য তথ্য সেবা কেন্দ্রই চালু করেননি, তিনি তার কার্যালয়ে পারিবারিক মামলাগুলো নিস্পত্তির জন্যও পরামর্শ কেন্দ্র চালু করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়া ফেলেছে কুমিল্লা পিপি কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ