Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়রন ডোম কিনবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিনবে যুক্তরাষ্ট্র। এজন্য দুপক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ইসরাইলের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের কাছে কোনো সামরিক সরঞ্জাম বিক্রি করছে তেল আবিব। মার্কিন সামরিক বিষয়ক ম্যাগাজিন ‘ডিফেন্স নিউজ’ মঙ্গলবার এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা বিভাগ চুক্তিটি চূড়ান্ত করেছে। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছ থেকে আয়রন ডোমের দুটি ব্যাটারি কিনবে যাতে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো সম্ভব হয়। কয়েক সপ্তাহ আগে আমিরকা ও ইসরাইলের মধ্যে চুক্তি হয়েছে; এখন আয়রন ডোম যুক্তরাষ্ট্রয় নেয়ার বিষয়ে আলোচনা চলছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ