Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নমুখী ভারতের গাড়ির বাজার শিল্পোৎপাদনও কমেছে

ইতোমধ্যে প্রায় ৩৫ লাখ কর্মচারী ছাঁটাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠন করেছে বিজেপি। তবে যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা সরকার বলেছিল তা হচ্ছে না। বরং দেশের অর্থনীতির সূচক ক্রমশ নিম্নমুখী। দেশব্যাপী শিল্পে উৎপাদনও কমেছে। মন্দা দেখা দিয়েছে দেশটির গাড়ির বাজারেও। ভারতব্যাপী দ্রুত কমছে গাড়ি বিক্রি। পরিসংখ্যান অনুসারে গত জুলাই মাসে ভারতের বাজারে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি বিক্রি প্রায় ৩১ শতাংশ কমেছে। মঙ্গলবার সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ভারতে দ্রুত কমছে গাড়ি বিক্রি। জুলাই মাসে মাত্র ২ লাখ ৭৯০টি গাড়ি বিক্রি হয়েছে। ভারতের গাড়ি বিক্রিতে মন্দার জেরে স্বাভাবিকভাবেই ভারতের প্রস্তুতকারক সংস্থাগুলোও তাদের গাড়ি উৎপাদন কমিয়ে দিয়েছে। দেশব্যাপী প্রায় ১৭ শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে গাড়ি সংস্থাগুলোর। ভারতের সবচেয়ে বড় দুই গাড়ি উৎপাদনকারী সংস্থা টাটা মোটরস ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও জানিয়েছে, বাজারে চাহিদা যে হারে কমেছে, তাতে তারা কয়েকটি কারখানায় উৎপাদন কমিয়ে দেবে। এদিকে গাড়ির বাজারে এ মন্দার জেরে আবারও চাকরি খোয়তে চলেছেন হাজার হাজার কর্মী। ইতোমধ্যে প্রায় ৩৫ লাখ কর্মচারী ছাঁটাই করেছে গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলো। সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের এ সমীক্ষা নতুন করে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং কর্মীদের কপালে আবারও চিন্তার ভাঁজ ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে, চলতি মাসে সম্ভবত আরও ১৫ হাজার কর্মীর কর্মহীন হতে পারেন এ গাড়ি শিল্পক্ষেত্রে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ