Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতির ভয়ে ছেলেকে নিয়ে গাছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ভারতের ওড়িষ্যা রাজ্যের কেঁওঝাড় জেলার কুসুমিতা জেলার এক ব্যক্তি বন্য হাতির ভয়ে গাছের ওপর অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছেন। ভারতের ওই অঞ্চলটিতে বন্য হাতির ব্যাপক উপদ্রব দেখা যায়। তিন দিন আগে বন্য হাতির আক্রমণে নিজের ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুরিয়া মহাকুর নামের ওই ব্যক্তি গাছে বসবাসের সিদ্ধান্ত নেন। বার্তা সংস্থা এএনআইকে মহাকুর বলেছেন, ‘হাতির আক্রমণ থেকে জীবন বাঁচাতে আমি ও আমার ছেলে এখানে অস্থায়ী আবাস গড়ে থাকছি। বন্য হাতি নিয়মিতই এদিকে আসে। একদল বন্য হাতি সত্যিই আমাদের ঘুম হারাম করে দিয়েছে।’ ‘ক্ষতিপূরণ হিসেবে রাজ্য সরকারের কাছে একটি বাড়ি চেয়েছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি,’ যোগ করেন মহাকুর। তবে কেঁওঝাড় বন বিভাগ জানিয়েছে, হাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য তাঁরা একটি দল গঠন করেছে। হিন্দুস্তান টাইমস, এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ