Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ভারতে নিহত ২২৭
ইনকিলাব ডেস্ক : বন্যায় ভারতজুড়ে মৃতের সংখ্যা দুইশো ছাড়িয়ে গেল। সোমবার রাত পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭। বন্যা, ভূমিধসের পাশাপাশি বজ্রপাতেও এদিন একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যস্ত কেরালা। এই রাজ্যে সরকারিভাবে মৃতের সংখ্যা এখন ৮০। টাইমস অব ইন্ডিয়া।

পরিবেশ রক্ষায়
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো এই গ্রহকে বাঁচানোর উপায় হিসাবে মানুষকে একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিয়েছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ওই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, কিভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায়। অ্যামাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সরকারি তথ্যে উঠে আসার পর বলসোনারো স¤প্রতি সমালোচনার মুখে পড়েন। রয়টার্স।


সিন্ধুতে নিহত ২৭
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের মধ্যে বিভিন্ন ঘটনায় অন্তত ২৭ জনের প্রাণহানি ও আরও ৪৬ জন আহত হয়েছেন। চার দিন ধরে টানা বৃষ্টিপাতের সময়টিতে কয়েকটি এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দেয়, এলাকাগুলো বিদ্যুৎবিহীনও হয়ে পড়ে। করাচি নগরীর সুরজানি টাউন এলাকায় সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১২টি আবহাওয়া স্টেশনে ১৫৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ডন নিউজ।


মিয়ানমারে প্রাণহানি ৬৫
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কয়েক দিনের টানা বৃষ্টিপাতের পর শুক্রবার মোন রাজ্যে ভূমিধসের ঘটনাটি ঘটেছিল, কিন্তু প্রবল বৃষ্টি ও কাদার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ভূমিধসে পাউং শহর সংলগ্ন একটি গ্রামের ২৭টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘটনার পাঁচ দিন বিবিসি।


আপাতত স্থগিত
ইনকিলাব ডেস্ক : চীন থেকে আমদানি করা কয়েক হাজার কোটি ডলারের পণ্যে সেপ্টেম্বর থেকে ১০ শতাংশ শুল্কারোপের পরিকল্পনা থাকলেও কয়েকটি পণ্যে তা আপাতত স্থগিত রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই কয়েকটি পণ্যে শুল্কারোপ ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, মোবাইল ফোন, ল্যাপটপ, ভিডিও গেম কনসোল, কিছু খেলনা, কম্পিউটার মনিটর এবং কিছু কাপড়চোপড় ও পায়ে পরার জিনিস। রয়টার্স।


প্রিয়াংকা চোপড়ার পদ
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের শুভেচ্ছা দূতের পদ থেকে ভারতের সুপরিচিত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাসকে সরিয়ে দিতে ইউনিসেফের কাছে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। ভারতীয় সেনাবাহিনীর জন্য তার উল্লাস প্রকাশের জন্য এমন আহ্বান জানানো হয়েছে। সোমবার এ বিষয়ে শিরিন মাজারি টুইটে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী ও অসৎ মোদি সরকারের সমর্থন দেয়ার প্রেক্ষিতে অবিলম্বে প্রিয়াংকা চোপড়াকে তার পদ থেকে সরিয়ে দেয়া উচিত ইউনিসেফের। গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ