বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঙ্গলবার দিবাগত রাতে পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত এক কলেজ ছাত্র মারা গেছেন। এটিই পাবনা জেলায় ডেঙ্গুর রোগে প্রথম মৃত্যু কর্তৃপক্ষের দাবী।
চক-রামানন্দপুর গ্রামের মোস্তফা হোসেনের পুত্র মোছাব্বির হোসেন মাহফুজ (২০) এই বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ রঞ্জন কুমার দত্ত মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মোস্তফা ঢাকায় ছিলেন। গত ৮ আগস্ট তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পাবনায় আসেন। বিভিন্ন স্থানে প্রাইভেটভাবে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তিনি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
মারাত্মক ‘খিচুনি’, মানসিক অস্থিরতা ও অন্যান্য শারীরিক সমস্যা ও প্রচন্ড জ্বর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে পাবনা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকরা যথাযথ যথাসাধ্য চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেনি।
হাসপাতালের সহাকারি পরিচালক পাবনায় ডেঙ্গুর ভয়াবহ অবস্থার কথা বলেননি, তিনি বলেছেন, ডেঙ্গু রোগগ আছে এবং হচ্ছে। গত ২৭ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আজ বুধবার সবমিলিয়ে ৪৬ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, এডিস মশা পাবনায় পুরোপুরি ধবংস এবং ঢাকায় আক্রান্তরা পাবনায় না এসে ঢাকায় চিকিৎসা নিতে পারলে ভালো হয়।
সূত্র মতে, জেলায় এডিস মশা নির্মূলে টেনিফিস ওষুধ নেই ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।