Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পবিত্র ঈদুল আযহার জামাত কখন কোথায়

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ৪:৫৩ পিএম

পাবনা পবিত্র ঈদুল আযহার জামাত পাবনার সদর গোরস্থান (আরিফপুর) ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, পাবনা পুলিশ লাইন্স ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, পাবনা আলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা: ১০মি:, সরকারি এডওয়ার্ড কলেজ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আটুয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, শহীদ এম. মনছুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০মি:, পাবনা চাপা বিবি জামে মসজিদে সকাল ৮টায়, ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মি: হেমায়েতপুর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মি: , ছাতিয়ানী মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় , সাধুপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, হেমায়েতপুর গোরস্থান ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মি: কাশিপুর আনছার ক্যাম্প ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০মি:, কুঠিপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়,বালিয়া হালট গোরস্থান আজাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মি: , বাংলাদেশ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে বলে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ সাক্ষরিত সময় সূচিতে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে নিকটবর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে । এ ছাড়াও আল হেলাল ঈদগাহ ময়দান, ছাতিয়ানী ঈদগাহ ময়দানে, চক পৈলানপুর উত্তর ও দক্ষিণ ঈদগাহ ময়দানে সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মি: পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। পাবনায় পবিত্র ঈদুল আযহার জামাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জেলা পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আজহা

৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ