বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা ডেঙ্গুমুক্ত রাখতে মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ।রবিবার সকালে উপজেলা সদরের ইউনিয়নপাড়া, কাঁচা বাজার, মুরগীহাটিসহ কয়েকটি এলাকায় মশার ওষুধ স্প্রে করেন তারা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের নেতৃত্বে তারা এ মশা নিধন অভিযান কার্য়ক্রম শুরু করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, পৌর ছাত্রলীগ সভাপতি আবু বক্কর সিকদার, সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের নির্দেশ ও তার উপস্থিতিতে এ কার্য়ক্রম শুরু করেছেন। পর্য়ায়ক্রমের উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রতিটি ইউনিটে মশক নিধন কার্য়ক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য কুমুদিনী হাসপাতালে ১০৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ২৪ জন ডেঙ্গু রোগী বর্তমানে কুমুদিনী হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে বলে কুমুদিনী হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল হাই জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।