বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে আমির হোসেন (৬০) নামের এক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।
রবিবার ভোর সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত আমির হোসেন লক্ষ্ণীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জের দত্তপাড়া এলাকার আতাউর আলীর ছেলে।
নিহতের মেয়ে আকলিমা আক্তার জানান, তার বাবা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বাড়ীতে ছিলেন। গত দুই মাস আগে একটি চাকরির সুবাধে তিনি ঢাকায় যান। শনিবার বিকেলে যখন তিনি ঢাকা থেকে বাড়ীতে আসেন তার শরীরের প্রচন্ড জ্বর ছিলো। পরে রাতে তারা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন।
নোয়খালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যা জানান, আমির হোসেন জ্বর নিয়ে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। আমির হোসেনের শরিরে ডেঙ্গুর আলামত পাওয়া গেছে। ভর্তির পর থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।