Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১০:৫৪ এএম

চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে রোববার সকাল ৯ টায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। 

সাদ্রা দরবার শরীফের পীর মাও. আরিফ চৌধুরী কয়েকশ মুসল্লীকে নিয়ে ঈদের জামাতে ইমামতি করেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী মুসল্লীদের সাথে দেশে ডেঙ্গু বিষয়ে আলোকপাত করেন।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে দোয়া করা হয়।

এছাড়া একই দিন উপজেলার সমেশপুর গ্রামসহ ফরিদগঞ্জের মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত সকাল সাড়ে ৯টায় ও ১০ টায় শুরু হয়।

ঈদ ঘিরে বিভিন্ন এলাকায় মেলাও বসেছে। এসব মেলা শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
উল্লেখ্য প্রায় ৮৮ বছর ধরে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাকের অনুসারীরা সৌদিআরবের সাথে মিল রেখে ঈদ ও রোজাসহ ধর্মীয় রীতিনীতি পালন করে আস।

চাঁদপুর জেলার প্রায় ৪০ টি গ্রামের অংশ বিশেষ সাদ্রা পীরের ভক্তরা এ নিয়ম পালন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আজহা

৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ