Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে ২৫ দিনব্যাপী কুরআন শিক্ষা কোর্স শুরু

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাহে রমজানে বিশুদ্ধ কুরআন শিক্ষার হাফেজ শিক্ষকদের নিয়ে ২৫ দিনব্যাপী হাফেজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স গতকাল বুধবার ঢাকার যাত্রাবাড়ীস্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় শুরু হয়েছে। মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করনে প্রধান প্রশিক্ষক উস্তাজুল হুফ্ফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী ।
উদ্বোধনী বক্তব্যে উস্তাজুল হুফফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী বলেন, সহি কুরআনের চর্চা বিশ্বময় ছড়িয়ে দিতে হলে হাফেজ শিক্ষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ অপরিহার্য। হাফেজ শিক্ষকদের এ ধরনের প্রশিক্ষণ আমাদের দেশে আরো অনেক প্রয়োজন। রমজান উপলক্ষে ২৫ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে দেশের প্রখ্যাত-প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহি কুরআন তেলাওয়াতের উপর প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সহি কুরআন চর্চার প্রচার প্রসারকে আরো অনেক সামনে এগিয়ে নিবে বলে আমাদের বিশ্বাস। তিনি বলেন, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্ররা সউদী আরব, মিসর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, তুরস্ক, কাতার, বাহরাইন ও জর্দানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকার মর্যাদা আরো বৃদ্ধি করেছে। উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তিতে কম্পিউটার সফটওয়্যার ও প্রজেক্টরের মাধ্যমে মিসর আলজেরিয়া, মক্কা মুকাররমার কারিকুলাম অনুযায়ী কোর্সটি পরিচালিত হয়েছে এবং মাখরাজ সিফাতের স্থান নির্ণয়সহ তারতিল হদর, তাদবির এবং তিলাওয়াত ওয়াকফ ইবতিদা আয়াতের মুতাশাবিহাতসহ ইলমে তাজভিদ বিষয়ে শিক্ষাদান এবং আদর্শ শিক্ষক ও ছাত্র গঠনের উপর প্রশিক্ষণ হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজানে ২৫ দিনব্যাপী কুরআন শিক্ষা কোর্স শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ