Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সেতুতে ঝুলন্ত ১৯ লাশ উদ্ধার মেক্সিকোয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মিচোয়াকান প্রদেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক মাদক কারবারি দলের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রদেশের উরুয়াপান শহরের একটি সেতু থেকে অর্ধনগ্ন ও ঝুলন্ত অবস্থায় কয়েকজনের লাশউদ্ধার করা হয়। মিচোয়াকানের প্রধান প্রসিকিউটর আদ্রিয়ান লোপেজের বরাত দিয়ে খবরে বলা হয়, মাদক উৎপাদন, বিপণন ও সেবন সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দলগুলোর মধ্যে ওই সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষ তিনটি স্থান থেকে ওইসব লাশ উদ্ধার করে। সা¤প্রতিক বছরগুলোতে মিচোয়াকান সংগঠিত অপরাধীদের সংঘর্ষের অন্যতম প্রধান একটি জায়গা হয়ে উঠেছে। এ অঞ্চলের অপরাধীদের ঠেকাতে সরকার ২০০৬ সালে সেনাবাহিনী মোতায়েন করে। যদিও সমালোচকরা বলে, এতে করে সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ