বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে গত রাতে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে চার কোটি সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক ও থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহলদল রাত ৮টার দিকে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করে।
পরে সেটি তল্লাশি করা হলে তার মধ্যে থেকে চার কোটি পাঁচ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ১৯৮৯টি থ্রিপিস, ১৬৮০টি শার্ট পিস, ১২ হাজার ৩৪২ মিটার শার্ট থান, ৮২৩৪ মিটার প্যান্ট থান ও ২৮৮টি পায়জামা-পাঞ্জাবি পিস পাওয়া যায়।
আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা রয়েছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।