বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদ আনন্দ নেই মির্জাপুর উপজেলার আলম খন্দকারের পরিবারে। ডেঙ্গু তার ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। প্রান্তিক চাষী আলম খন্দকারের বাড়ি এ উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামে। তার চার সন্তানের মধ্যে বড় সন্তান খন্দকার আরিফ কাজল মির্জাপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণিতে লেখাপড়া করা অবস্থায় গত ৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৭ আগস্ট বুধবার রাতে তার মৃত্যু হয়। এতে শুধু ওই পরিবারই নয় ওই গ্রামবাসীও শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
গ্রামের মেম্বার শামসু মিয়া এবং মুরুব্বি তাহের ব্যাপারী বলেন, আলম খন্দকার সৌদি আরব গিয়ে ছিলেন। কিন্ত সুবিধা করতে পারেননি। বড় সন্তান কলেজ পড়ুয়া খন্দকার আরিফ কাজলই ছিল এই প্রান্তিক চাষীর আশা ভরসার স্থল। তাকে নিয়ে পরিববারটির অনেক স্বপ্ন ছিল। কিন্ত ডেঙ্গু পরিবারটির সে স্বপ্ন চুরমার করে দিয়েছে। কারণ খন্দকার আলমের দ্বিতীয় সন্তান ইভা এসএসসিতে ফেল করেছে। তৃতীয় সন্তান শোভা সপ্তম শ্রেণিতে পড়ছে এবং চতুর্থ সন্তান ছয় বছরের নীরব প্রথম শ্রেণিতে পড়ছে। তাই আলম খন্দকারের সংসারের আশা ভরসার স্থল ছিল ডেঙ্গুতে মৃত আরিফ খন্দকার কাজল। মেম্বার শামসু মিয়া আরও জানান, পরিবারটির এমন আর্থিক অবস্থার কারণে কলেজ পড়–য়া আরিফ খন্দকার কাজল লেখাপড়ার পাশাপাশি পাম্প মেশিনের কাজসহ অন্যান্য কাজও করে থাকতো। এতে পরিবারের আর্থিক চাপ কিছুটা হলেও লাগব হতো বলে তিনি জানান।
এদিকে বড় সন্তানের অকাল মৃত্যুতে শোকে খন্দকার আলম এবং তার স্ত্রী সেলিনা বেগম পাথর বনে গেছে। কোন কথা বলছে তারা। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কাজলের দাদী বৃদ্ধা জাহানারা বেগমও পাগল প্রায় হয়ে পড়েছেন।
আলম খন্দকারের ছোট ভাই আশুলিয়া এলাকার পোশাষ কারখানার নিরাপত্তা বিভাগের কর্মী খন্দকার ইকবাল জানান, প্রতিবছরই ভাইয়েরা মিলে সাধ্যমতো কোরবানী দিয়ে থাকি। এতে পরিবারে আগে থাকতেই ঈদ উৎসবের আমেজ লেগে থাকতো। কিন্ত ভাতিজার ডেঙ্গু জ্বরে অকাল মৃত্যুতে আমাদের পরিবারের সব কিছু যেন তচনচ হয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।