Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ময়লার ভাগাড়ে যুবতীর খ-িত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে এক যুবতীর খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। বন্দর থানার আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের ময়লার ভাগাড় থেকে গতকাল (বুধবার) দুপুর দেড়টায় এ লাশ উদ্ধার করে পুলিশ। সিটি করপোরেশনের কর্মচারীরা ময়লা অপসারণের সময় পাঁচ ভাগে খ-িত লাশটি দেখতে পায়। বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, সিটি করপোরেশনের ময়লা ডাম্পিংয়ের সময় খ-িত লাশটি ভেসে ওঠে। এটি একটি নারীর লাশ। বয়স আনুমানিক ৩০। শরীরে কোনো ধরনের কাপড় ছিল না। লাশের মাথা, বুক, এক পা, এক হাত ও একটি পায়ের পাতা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে আজ থেকে ৫-৭ দিন আগে কেউ লাশটি ভাগাড়ে ফেলে গেছে। লাশে পচন ধরেছে। খ-িত লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে ময়লার ভাগাড়ে যুবতীর খ-িত লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ