Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জামাতার প্রতারণায় শাশুড়ি ভিখারিনী

গাজীপুরে পুলিশ সুপারের সহযোগিতায় ঠাই হলো বৃদ্ধাশ্রমে

গাজীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ৫:৫৪ পিএম

মেয়ে জামাইয়ের প্রতারণায় সর্বশান্ত হয়ে শান্তি চৌধুরানী (৭০) এখন পথের ভিখারিনী। গাজীপুরের পুলিশ সুপার শামসুননাহারের সহযোগিতায় তার ঠাই হলো বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে ঠাই পাওয়া ভিখারিনী মহিলার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার কদুরখীল গ্রামে। পুলিশ সুএে জানা গেছে, ওই বৃদ্ধা মহিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ১০ বছর ধরে চট্রগ্রামের কোথায় থাকে তা তিনি জানেন না। মেয়ে বাপপী চৌধুরানীর স্বামী বাবুল মল্লিককে দু বেলা খাওয়া থাকার আশ্বাসে ভিটে মাটি বিক্রি করে টাকা পয়সা দিয়ে তিনি আজ সর্বশান্ত।

মেয়ে জামাইয়ের প্রতারনার কারনে এই বৃদ্ধা মহিলা আজ ভিখারিনী। গাজীপুরের চন্দ্রায় ভিক্ষারত অবস্থায় দেখে জেলা পুলিশ সুপার শামসুননাহার (বিপিএম) ঘটনা শুনে তাকে ফুটপাত থেকে গিভেনসী গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রমে) থাকার ব্যবস্থা করেন। ছেলে মেয়ে থাকতেও এক মায়ের ঠাই হলো বৃদ্ধাশ্রমে। গাজীপুরের পুলিশ সুপার শামসুননাহারের এই মহতি উদ্যোগের বিষয়টি জেলায় ব্যাপক প্রশংশা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ