বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো বাড়ছে। শনিবার সকালের পূর্ববর্তী ২৪ঘন্টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠীতে আরো ১৬৮জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী সরকারী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। যা এর পূর্ববর্তী ২৪ঘন্টায় ছিল ১৬৪। শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলে সরকারী ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৭শতাধীক রোগী। এক হাজার শয্যার এ হাসপাতালটিতে শনিবার দুপুরে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিল সাড়ে ৩শরও বেশী। এসময় দক্ষিণাঞ্চলের জেলা-উপজেলা হাসপাতালগুলোতে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৭শতাধীক। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫জনের। তবে গত ২৪ঘন্টায় কারো মৃত্যু হয়নি।
শনিবার সকালের পূর্ববর্তী ২৪ঘন্টায় নতুনকরে যে ১৬৮ ডেঙ্গু আক্রান্ত রোগী দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন তার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল ৯৮জন। এছাড়া ভোলাতে ১৯, পটুয়াখালীতে ১৭, পিরোজপুরে ১৪ এবং বরিশাল ও বরগুনার জেলা-উপজেলা হাসপাতালগুলোতে ৯জন করে আর ঝালকাঠীতে দুজন ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলে বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর আক্রান্ত প্রায় সাড়ে ৬শ রোগী চিকিৎসাধীন ছিল। এরমধ্যে বরিশাল সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে প্রায় ১শ রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে ৬৫, ভোলার হাসপাতালগুলোতে ৪০, পিরোজপুরে ৩১, বরগুনাতে ২৭ এবং ঝালকাঠীতে ১২জন ডেঙ্গুজ্বর রোগী চিকিৎসাধীন রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
একাধিক দায়িত্বশীল সূত্রের মতে, গত কয়েকদিন ধরে রাজধানী সহ চট্টগ্রাম অঞ্চল থেকে ঈদ উপলক্ষে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। যে এলাকায় যত বেশী মানুষ আসছে, সে এলাকায় আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। সে হিসেবে বরিশাল জেলাই শীর্ষে রয়েছে। ঈদকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল থেকে নুন্যতম ৫লাখ মানুষ দক্ষিণাঞ্চলে আসছে। যাদের অনেকেরই ডেংগুর জীবাণু বহন করার আশংকা করছেন চিকিৎসা বিশেষজ্ঞগন। তবে এসব মানুষ ঈদ করতে বাড়ীতে ফিরে ডেংগু জ্বরে আক্রান্ত হলে তার চিকিৎসা দেয়ার সক্ষমতা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য প্রশাসনের নেই ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।