বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমেলা বেগম (৩৮) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১০) নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমেলা বেগম ও সুমাইয়া আক্তার ওই গ্রামের কৃষক নূর মোহাম্মদের স্ত্রী এবং কন্যা। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নিহত জমেলার মেয়ে সুমাইয়া আক্তার বাড়ির উঠানে জিআই তার দিয়ে টানানো কাপড় শুকানোর তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে জিআই তারে বিদ্যুৎষ্পৃষ্ট হয়। মেয়ের চিৎকারে তাকে উদ্ধারে মা জমেলা মেয়েকে বাঁচাতে ষ্পর্শ করলে সেও বিদ্যুৎষ্পৃষ্ট হয়। এ ঘটনা দেখে মা ও বোনকে উদ্ধারে জমেলার বড় মেয়ে আরিফা আক্তার এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুতায়িত তাদের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা জমেলা বেগম ও তার ছোট মেয়ে উপজেলার শুকনারছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সমাপনী পরীক্ষার্থী সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। তবে জমেলার বড় মেয়ে আরিফা আক্তার গুরুতর আহত অবস্থায় সখিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।