মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরে চলমান অচলাবস্থায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। সিমলা চুক্তির কথা মনে করিয়ে তিনি বলেন, কোনও তৃতীয়পক্ষ ছাড়াই এই বিষয়টি সমাধা করা সম্ভব। উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে তাদের পররাষ্ট্রনৈতিক অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান অর্টেগাস এ তথ্য জানান। নীতিগতভাবে যুক্তরাষ্ট্র কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখে থাকে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, এই নীতিতে কোনও পরিবর্তন আসেনি। আর আসলেও এখানে সেই ঘোষণা দেওয়া হতো না। যুক্তরাষ্ট্র কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংলাপের পক্ষে বলে জানান তিনি। অপরদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দুদেশকে সর্বোচ্চ ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের কার্যালয় থেকে বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, “জম্মু-কাশ্মীরের সা¤প্রতিক ঘটনায় বিশেষ করে বার বার ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় মালয়েশিয়া উদ্বিগ্ন।” বিবৃতিতে আরো বলা হয়েছে, “ভারত ও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মালেয়শিয়া আশা করে যে, আরো উত্তেজনা ছড়ানো ঠেকাতে দুই প্রতিবেশী সর্বোচ্চ ধৈর্যধারণ করবে; তা না হলে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ব্যাহত হবে।” রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।