মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় দ্রুত শুনানির আবেদন প্রত্যাখ্যান করলো ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার এক ঘোষণায় এই ধারা রদ করার কথা জানায় ভারত সরকার। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের সুপারিশে এক বিশেষ নির্দেশে ধারাটি রদ করেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। ধারা রদ হওয়ায় বিশেষ মর্যাদা ও সুবিধা হারায় কাশ্মীর। এই ঘোষণার পরদিনই প্রেসিডেন্টের নির্দেশ বেআইনি দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেন এমএল শর্মা নামের এক আইনজীবী। পাশাপাশি মামলাটি নিয়ে দ্রুত শুনানির আবেদনও করেন তিনি। তবে বৃহস্পতিবার সে আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রমনার বেঞ্চ বৃহসপতিবার এমএল শর্মার আবেদন খারিজ করে দেয়। জানায়, ৩৭০ ধারা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা সম্ভব নয়। দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।