Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

জমায়েত নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : কাশ্মীর উপত্যকায় অচলাবস্থা চলার মধ্যেই এবার চীন ও ভারতের মধ্যকার বিরোধপূর্ণ এলাকা লাদাখের তিনটি এলাকায় বড় জমায়েত নিষিদ্ধ করেছে দিল্লি। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে কার্গিল, দ্রাস ও সানকু এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সরকার। নিউজ ক্লিক।


ধেয়ে যাচ্ছে লেকিমা
ইনকিলাব ডেস্ক : ঘন্টায় ১৯০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে তাইওয়ান ও চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন লেকিমা। শুক্রবার তাইওয়ানের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চীনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তাইওয়ানে ইতোমধ্যে বাজার ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ৪০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দ্রুত গতির ট্রেনগুলোর অধিকাংশ যাত্রা বাতিল করা হয়েছে। রয়টার্স।


বিমানবন্দরে কড়াকড়ি
ইনকিলাব ডেস্ক : বিক্ষোভকারীরা বিমানবন্দরে হংকংয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পর্যটকদের তথ্য দেয়ার ঘোষণার পর সেখানে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ভ্রমণসংক্রান্ত কাগজসহ যেসব যাত্রী হংকং থেকে বিদায় নেবেন স্রেফ তাদেরকেই বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হবে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা বিমানবন্দরে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। রয়টার্স।


ইরানের আহ্বান
ইনকিলাব ডেস্ক : ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কাশ্মীরে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেহরান উদ্বিগ্ন এবং কাশ্মীর সংকটের কোনও সামরিক সমাধান নেই। বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জম্মু-কাশ্মীর তথা ওই অঞ্চলের মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমস্যা সমাধান চায় ইরান। এ সময় তিনি ওআইসি’র পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। পার্সটুডে।
সুযোগ পাবে না

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না। তিনি বৃহস্পতিবার আরও বলেন, ফিলিপাইনের ভূখন্ডে কোন ধরনের মার্কিন অস্ত্র বিশেষ করে মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়া হবে না, কারণ এ ধরনের অনুমতির অর্থ হলো সংবিধান লঙ্ঘন করা। এর কারণ হলো যেকোনো ধরনের যুদ্ধ এ অঞ্চলের দেশগুলোর জন্য ক্ষতি বয়ে আনবে। রয়টার্স।


কম্ব্যাট ড্রোন পরীক্ষা
ইনকিলাব ডেস্ক : রাশিয়া বিশাল একটি কম্ব্যাট ড্রোনের পরীক্ষা চালিয়েছে। আখোৎনিক নামের এ ড্রোনের এই প্রথমবারের মতো পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হলো। গত ৩ আগস্ট রাশিয়ার একটি অজ্ঞাত বিমনাঘাঁটি থেকে ড্রোনটি ওড়ানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের প্রথম ফ্লাইট ২০ মিনিট স্থায়ী হয় এবং এটি ৬০০ মিটার উচ্চতায় ওঠে। পার্সটুডে।


ক্ষেপেছেন নারীবাদীরা
ইনকিলাব ডেস্ক : গত সোমবার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে ভারতের বিজেপি সরকার। এর ফলে প্রায় সাত ৭০ বছর ধরে কাশ্মীর যে বিশেষ মর্যাদা পাচ্ছিল তা হারালো। এ ঘটনার পর কাশ্মীরজুড়ে বিরাট উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে একেবারে আলাদা একটা বিষয় আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কাশ্মীরি মেয়েদের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে মুখরোচক মন্তব্য করছে। এ নিয়ে বেশ চটেছেন নারীবাদীরা। ওয়েবসাইট।


ওষুধ পাচ্ছে না
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জীবন রক্ষাকারী ওষুধপাচ্ছেনা বলে জানিয়েছে ইরান। তবে ওয়াশিংটন ইরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের জন্য ওষুধও চিকিৎসা সামগ্রী নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখেছে। বিবিসি।


যুদ্ধবিমান বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : আবারও একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আসামের তেজপুরে বিমানবাহিনীর সুখোই-৩ জেটটি বিধ্বস্ত হয়। এসময় সেখানে বিরাট বিস্ফোরণের শব্দ সৃষ্টি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আসামের তেজপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কী কারণে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এর আগেও কোনও আঘাত ছাড়াই ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ