প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে সাত পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘মামা ভাগ্নের চরিত্র ফুলের মত পবিত্র’। নাটকটির মূল গল্প রচনা করেছেন জাহিদ হোসেন শোভন। চিত্রনাট্যে লিখেছেন এম এম দুলাল এবং পরিচালনা করেছেন রাশেদ বিপ্লব। মামা এবং ভাগ্নের বিভিন্ন হাস্যরসত্বক কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। মামার চার বউয়ের সাথে বিভিন্ন সময়ে ভাগ্নের রশিকতা এবং এতে মামার পেরেশানি নিয়ে মূলগল্প এগিয়ে চলছে। মামার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন এবং ভাগ্নে চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ। এছাড়াও এই হাস্যরসাত্বক ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্র লেখা গুহ, মুনিরা মিঠু, অহনা, হুমায়রা হিমু, জামিলসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।