Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপার সব পদ ফিরে পেলেন মাসুদা এমপি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

অবশেষে দলীয় পদ ফিরে পেয়েছেন মাসুদা এম রশীদ চৌধুরী এমপি। তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদটি অস্থায়ী ভিত্তিতে স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একই নির্দেশনায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে মাসুদা এম রশিদ চৌধুরীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৫ জুন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ মাসুদা এম রশীদ চৌধুরীর প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ স্থগিত করেছিলেন। উল্লেখ এমপি হওয়ার সময় চুক্তি অনুয়ায়ী অর্থ দলীয় তহবিলে জমা না দেয়ায় তার দলের সকল পদ স্থগিত করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাসুদা এমপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ