Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোকিওর অদূরে অগ্ন্যুৎপাত, সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

টোকিও’র কাছের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো সেখান থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো। এতে আকাশের প্রায় দুই কিলোমিটার উচ্চতায় ছাইভস্ম ও ধোয়া ছড়িয়ে পড়েছে। পর্বতটির কাছে না যেতে সতর্কতা জারি করা হয়েছে। জাপানের রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত মাউন্ট আসামা থেকে রাতে অগ্ন্যুৎপাত শুরু হলে জাতীয় আবহাওয়া সংস্থা তাদের তিন নম্বর সতর্ক সংকেত জারি করে। এ ধরনের সংকেত জারির অর্থ হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ এড়িয়ে চলা এবং নিরাপদ দূরত্বে থাকা। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ