Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

মহারাষ্ট্রে নিহত ১৬

ইনকিলাব ডেস্ক : ভারতের মহারষ্ট্রে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৬ জনের নিহত হয়েছে। নদ-নদীর পানি উপচে পাঁচটি জেলা প্লাবিত হয়ে বহু লোক পানিবন্দি হয়ে পড়েছেন, কর্তৃপক্ষ এ পর্যন্ত এক লাখ ৪০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বলে বুধবার জানিয়েছেন এক কর্মকর্তা। কোলহাপুরের মতো কিছু জেলায় এক সপ্তাহে ৬৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার পর কয়েকটি বাঁধে অতিরিক্ত পানি জমা হলে কর্তৃপক্ষ পানি ছেড়ে দেয়। রয়টার্স।


ছুরিকাঘাতে নিহত ৪

ইনকিলাব ডেস্ক : বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে একটি ছুরি ও বন্দুক ছিনিয়ে নেয় হামলাকারী। এরপর ওই নিরাপত্তারক্ষীকেই গুরুতর জখম করে। বর্তমানে হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার নাম এখনও প্রকাশ করা হয়নি। মূলত ডাকাতির উদ্দেশেই ছুরি নিয়ে হামলা চালায় ওই হামলাকারী। এপি।


মামলা ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা করেছেন। রাজ্যটির প্রাথমিক নির্বাচনে অংশ নিতে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে তাদের আয়কর দাখিল করতে হবে এমন একটি আইন পাস করার পর ট্রাম্প এমন পদক্ষেপ নিলেন। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীরা ক্যালিফোর্নিয়ার সাকরামেন্টোয় ফেডারেল কোর্টে ওই মামলা দায়ের করেছেন। ওই আইনজীবীরা বলেন, গত সপ্তাহে আইন হিসেবে পাস ওই বিলটি অসাংবিধানিক। রয়টার্স।

 

ইসরাইলি সেনার লাশ

ইনকিলাব ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতির কাছ থেকে বৃহস্পতিবার ইসরাইলের এক সেনার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। এ ঘটনার ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আজ বৃহস্পতিবার সকালে হেরনের উত্তরে এক ইহুদি বসতির কাছ থেকে ছুরির আঘাতের চিহ্ন থাকা এক সেনার লাশ উদ্ধার করা হয়েছে।’ এএফপি।


এডেনে নিহত ৩

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী ঠিকানা এডেনে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রেসিডেন্টের রক্ষী দলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবারের এ সংঘর্ষে আরও নয় জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন। এ সংঘর্ষ ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সউদী সমর্থিত জোট বাহিনীর মধ্যে থাকা ফাটল প্রকট করলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ