বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় আজ বৃহষ্পতিবার আরও ৬টি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। পাবনা সিভিল সার্জন দপ্তরের কীটতত্ত্ববিদ হেলালুর রহমান আজ বিকাল পৌনে ৫টার দিকে জানান , শহরের লষ্করপুর এলাকায় ৬টি ভলকাইজিং-এ পরিত্যক্ত টায়ার মধ্যে এডিস মশার অস্বিত্ব পাওয়া যায়। এখানে জমে থাকা পানির মধ্যে এই লার্ভা ছিল। তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এডিস মশা এবং লার্ভা ধ্বংসে তাঁর দপ্তরের কীটতত্ত্ববিদ ও এবং তার সহযোগিরা কাজ করে যাচ্ছেন। তিনি আতঙ্কিত না হয়ে সাবধনতা অবলম্বন করতে বলেছেন এদিকে , পাবনায় ডেঙ্গু রোগের প্রকোপ এখনও কমেনি।
পাবনা জেনারেল হাসপাতালে আজ ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এ নিয়ে এখন ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলার উপজেলাতেও ডেঙ্গু রোগ দেখা দিয়েছে, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৪ ঘন্টায় ৬ জন এবং ফরিদপুর হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসক, নার্স এবং অন্যান্য সহযোগি কর্মচারীদের ডেঙ্গু রোগ মোকাবেলায় সক্রিয় রাখা হয়েছে । এদিকে, এডিস মশা ও এর লার্ভা ধ্বংসে পাবনার সব পৌরসভায় টেনিফস ওষুধের তীব্র সংকট রয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।