বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ খন্দকার কাজল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে কুমুদিনী হাসপাতালে এম.এম.এ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম খন্দকারের ছেলে ।আরিফ মির্জাপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র বলে জানা গেছে
জানা যায়, গত রোববার প্রচন্ড জ্বর অনুভব করলে দ্রুত আরিফকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হলে তাকে হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেয়া শুরু হয়। তবে ভর্তির ৩ দিন পর বুধবার রাত ১০ টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত ০৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে বুধবার সন্ধ্যার রক্তের প্লাটিলেট রেট কমে অবস্থার মারাতœক অবনতি ঘটে আরিফের মৃত্যু হয়। এমতাবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়।
সবশেষ তথ্যে বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত কুমুদিনী হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন।
এদিকে এসএস ১ কিট সংকটের কারনে পাঁচদিন ডেঙ্গু শনাক্ত বন্ধ থাকার পর বুধবার রাত থেকে পুনরায় কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করন পরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।