Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কাশ্মিরীদের অধিকার ফিরিয়ে দাও’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

কাশ্মিরের নির্যাতিত মুসলিমদের অধিকার ফিরিয়ে দেয়া, ভারতের সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ (ক) উপ-ধারা পূনর্বহালের দাবিতে এবং মুসলিম বিশ্বসহ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে কাশ্মিরের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়ে গতকাল (বুধবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর-দক্ষিণ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম জিহাদী। এতে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সচিব ড. সৈয়দ জালাল উদ্দিন আযহারী, উত্তর জেলা ইসলামী ফ্র্ন্ট সভাপতি ওবাইদুল মোস্তফা কদমরসুলী, মহানগর দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংশোধনের সাথে মানবতা, গণতান্ত্রিক রীতিনীতি, ধর্মীয় জাতি ও একটি উপ-মহাদেশের নিরাপত্তা জড়িয়ে গেলে তখন বিষয়টি আর অভ্যন্তরীণ বিষয় থাকে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘কাশ্মিরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ