মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। বাংলাদেশ মিশনের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, ভারতের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য অনুষ্ঠানের কারণে বৈঠকটি নির্ধরিত সময়ের আড়াই ঘন্টা পর (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) শুরু হয়। এটি দু'টি ধাপে শেষ হয়।
সূত্র জানায়, বৈঠকের প্রথম ধাপ ছিল- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মধ্যে একান্ত আলোচনা। দ্বিতীয় ধাপে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক বৈঠক হয়। দ্বিপক্ষীয় ওই বৈঠকে মন্ত্রীদ্বয় নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
এদিকে দিল্লির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া আগেই জানিয়েছে-ঢাকা-দিলি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম ওই বৈঠকে সীমান্তে চোরাচালান, পাচার, সন্ত্রাসবাদ মোকাবেলা, জাল মুদ্রা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার নয়াদিল্লি যান। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কে রেড্ডি এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।