Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসার মাপবে সেলফি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ব্লাড প্রেসার মাপা করা এবার আরো সহজ হল। সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোনই মেপে বলে দিতে পারবে ব্লাড প্রেসার। এজন্য তেমন কিছুই করার নেই। কারও ভরসাতেও থাকতে হবে না। নিজের স্মার্টফোনটি থেকে শুধু একটা ভিডিও সেলফি তুলতে হবে। তাতেই কাজ হয়ে যাবে। যখন-খুশি নিমেষে জেনে নেয়া যাবে নিজের ব্লাড প্রেসার।

সম্প্রতি এমনই এক প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। সেই দলে এক ভারতীয় বংশোদ্ভ‚ত গবেষকও রয়েছেন। এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে, ‘ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং’। স্মার্টফোনের ফেসিয়াল ভিডিও বিশ্লেষণ করেই এই ‘ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং’ প্রযুক্তি ধরে ফেলবে রক্তস্রোতের পরিবর্তন। যা থেকে বলা যাবে রক্তচাপ।

এই গবেষক দলের অন্যতম মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রোফেসর রামকৃষ্ণ মুক্কামালা বলেন, ফেসিয়াল ভিডিওর মধ্যেই সিস্টোলিক ব্লাড প্রেসার সংক্রান্ত তথ্য ধরা পড়ে। হার্টের অসুখের অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। আবার এই কারণে মৃত্যুর হারও দিনে দিনে বাড়ছে। যে কারণে হাই ব্লাড প্রেসারের রোগীদের নিয়মিত চেক আপ করা জরুরি। তবে, এক্ষুনি নয়, বাণিজ্যিক ভাবে এই প্রযুক্তি হাতে পেতে আরও কয়েক বছর সময় লেগে যাবে। সূত্র : ডেকান ক্রনিকলস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ